মানবাধিকার দিবসের কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি জামায়াতের
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর এবং বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন দলটির নেতারা।
কর্মসূচি চলাকালে পুলিশ তাদের ওপর হামলা ও গুলি চালায় বলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানান।
সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা।
এসময় তারা দলীয় প্রধানসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ডা. হেলাল উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ করলে যাত্রাবাড়ী থানা পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।