রাজধানীতে তিন দিনব্যাপী জুয়েলারি পণ্যের মেলা শুরু, ভ্যাট কমানোর আহ্বান বাজুসের
বাহারি সব ডিজাইনের স্বর্ণালংকার নিয়ে রাজধানীতে তিন দিনব্যাপী 'বাজুস জুয়েলারি সামিট- ২০২৪' শুরু হয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে এ মেলা শুরু হয়। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। এবারের মেলায় ৯টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, 'আমাদের মূল বক্তব্য হচ্ছে কীভাবে আমরা এই শিল্পকে গড়ে তুলতে পারি। গত তিন বছরে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। সরকারের সহযোগিতা থাকলে এ শিল্পকে রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি।'
তিনি বলেন, 'চামড়া ও পোশাকশিল্প রপ্তানি হচ্ছে। অথচ স্বর্ণশিল্প একটা পুরনো শিল্প, তারপরও আমরা পিছিয়ে আছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ শিল্পে সরকার যদি ভ্যাট-ট্যাক্স কমায় তাহলে সুবিধা হয়। সরকার ভাবছে এটা করলে রাজস্ব আয় কমে যাবে। আমি জোর গলায় বলতে পারি, সরকারের রাজস্ব আয় বাড়বে।'
মেলায় ভার্চুয়ালি অংশ নিয়ে বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, 'জুয়েলারি শিল্পের যেসব দক্ষ কর্মী বিদেশে কাজ করছে তাদের দেশে ফিরিয়ে আনা উচিত এবং তাদের বিদেশের মতো করেই সম্মানীর ব্যবস্থা করতে হবে। তাহলে বিদেশে আমাদের ডিজাইন করা অলঙ্কারের চাহিদা তৈরি হবে।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ইমেরিটাস ও চিত্রশিল্পী রফিকুন নবী বলেন, 'আমাদের সংস্কৃতির উপকরণগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এগুলো সমন্বয়ের মাধ্যমে একত্রিত করতে হবে। এটা করতে পারলে আমাদের নিজস্ব যেই সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির কাছে হারিয়ে যাচ্ছে সেটা সংরক্ষণ করা সম্ভব হবে।'