‘ইট মারলে পাটকেল’- বার্তা দিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক
প্রতিপক্ষের কৌশলই নিজেদের কৌশল; সবাইকে এভাবে ভাবতে দেখা যায় না। বিপক্ষ দলকে কঠিন সময় দিতে সাধারণত নিজেদের মতো করেই পরিকল্পনা সাজানো হয়। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কথায় মনে হতে পারে, বাংলাদেশ যা করবে তারাও সেটা করবে। অবশ্য তার ভাষাটা একটু ভিন্ন, ব্যাপারটা অনেকটা এমন যে 'ইট মারলে, পাটকেল খেতে হবে।'
সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে চট্টগ্রামে আসে শ্রীলঙ্কা ক্রিকেট দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ফুরফুরে মেজাজে সফরকারীরা, সব কিছুর জন্যই প্রস্তুত তারা। লঙ্কান অধিনায়ক জানিয়ে রাখলেন, বাংলাদেশ আক্রমণ করলে তারাও পাল্টা আক্রমণা করবে। বাংলাদেশ রয়েসয়ে খেললে তারাও সেভাবে খেলবে।
চট্টগ্রামে সিলেটের মতো পেস সহায়ক উইকেট হবে না। এখানে নিশ্চয়ই ভিন্ন কৌশল রাখতে হবে। কেমন হবে লঙ্কানদের কৌশল, উত্তরে ধনঞ্জয়া বলেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে হয়তো। তারা (বাংলাদেশ) আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করব, তারা রয়েসয়ে খেললে আমরাও সেভাবে খেলব।'
সিলেট টেস্টে জিতলেও ব্যর্থ ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। দুই ইনিংসেই দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২০২ রানের এবং দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। এ দুজন দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। এক ইনিংসে সবাই রান করবে না জানিয়ে ধনঞ্জয়া বলেন, 'টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে আমরা বেশি কথা বলিনি। এক দিনে সবাই রান পাবে না। যদি টপ অর্ডার ম্যাচে জ্বলে ওঠে, আমার ব্যাটিং-ই করা লাগবে না।'
সিলেট টেস্টে বাংলাদেশের ২০ উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। মূলত তাদের তিন পেসার বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা মিলে বাংলাদেশের সব উইকেট নেন। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হলে স্পিনাররাও অবদান রাখতে পারবে। কাজটাও আরও সহজ হবে জানিয়ে ধনঞ্জয়া বলেন, 'সর্বশেষ ম্যাচে পেসারদের দিয়েই ২০ উইকেট নিয়েছি আমরা। ম্যাচে স্পিনাররা থাকলে উইকেট নেওয়াটা পেসারদের জন্য সহজ হয়ে যাবে।'