মশা নিধনে দুই লাখ পিস ‘যম’ মশার কয়েল বিতরণ
এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মশার কয়েল এর ব্র্যান্ড ‘যম’। সম্প্রতি কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দুই লাখ পিস ‘যম’ মশার কয়েল বিতরণ করেছে তারা।
বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যম ব্র্যান্ডের পক্ষ থেকে রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বিভিন্ন বস্তিতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও এডিস মশা নিধনে করণীয় সর্ম্পকে মানুষকে পরামর্শ প্রদান করা হয়েছে।”
‘যম’ মশার কয়েল ব্রান্ডের হেড অব মার্কেটিং মারুফুর রহমান এর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশে এবছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু মানুষের আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। তাই, আমরা ‘যম’ মশার কয়েল নিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে গিয়েছি এবং তাদের এডিস মশা নিধনে সচেতন করেছি”।
সেখানে আরও বলা হয়, “আমরা ৭ আগস্ট থেকে রাজধানীর কড়াইল, বেগুনবাড়ি, মহাখালী, মিরপুরসহ কয়েকটি বস্তিতে সচেতনতামূলক এ কার্যক্রম চালিয়েছি। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের মধ্যে রয়েছে গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী ও কমলাপুর রেলস্টেশন।”