জর্জিয়ার পার্লামেন্টে ক্ষমতাসীন দলের এমপিকে ঘুষি মেরে বসলেন বিরোধী দলীয় এমপি
'ফরেন এজেন্ট' সম্পর্কিত একটি বিতর্কিত আইন নিয়ে জর্জিয়ার পার্লামেন্টে বিতর্কের সময় ক্ষমতাসীন দলের এক এমপিকে একজন বিরোধী দলীয় এমপি ঘুষি মেরে বসেন।
সোমবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে অধিবেশন চলাকালীন জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে 'ফরেন এজেন্ট' সম্পর্কিত আইন নিয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি দৌড়ে এসে তাকে ঘুষি মেরে বসেন।
এ ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও আলেকো ইলিসাসভিলির এমন কাজকে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করেছে বিক্ষোভকারীরা।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সুশীল সমাজের সংগঠনগুলোর আহ্বানে একটি পরিকল্পিত গণবিক্ষোভের আগে বিক্ষোভকারীরা সংসদ ভবনের বাইরে জড়ো হয় এবং নতুন 'ফরেন এজেন্ট' আইন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
'ফরেন এজেন্ট' সম্পর্কিত আইনটি নিয়ে জর্জিয়ায় বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাবি, আইনটি পাস করা হলে এটি ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি, আইনটি পাস হলে ইইউ এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতে এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।
দেশটির সমালোচকরা আইনটিকে ক্রেমলিন কর্তৃক ভিন্নমত দমনের জন্য ব্যবহৃত আইনের সাথে তুলনা করে এটিকে 'রুশ আইন' বলে আখ্যা দিয়েছেন।
জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে সোমবার ইইউ, ব্রিটিশ এবং মার্কিন রাষ্ট্রদূতদের সাথে একটি বৈঠক করে সেখানে বিলটি নিয়ে আলোচনা করেছেন।
একটি বিবৃতিতে কোবাখিদজে জানিয়েছেন, পশ্চিমা দেশগুলি কেন এর বিরোধিতা করছে তা 'স্পষ্ট নয়'।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়