বাংলাদেশ-ভারত সীমান্তে আটকা পড়েছেন কয়েক হাজার ভারতীয়
মহামারি করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশ অংশের এলাকাগুলোতে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকা পড়েছেন।
তারা মূলত বাংলাদেশ কাজ করতেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, বেনাপোল এবং বাংলাবান্ধা - শুধু এই দুটি সীমান্ত অঞ্চলেই প্রায় আড়াই হাজার ভারতীয় নাগরিক আটকা পড়ে আছেন। এরা প্রায় সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
তাদের আটকা পড়ার কারণ
বিশেষ পারিবারিক প্রয়োজন এবং অসুস্থতার মতো কারণ ছাড়া এই স্থল সীমান্ত দিয়ে এখনও ভারতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
আবার বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ঢাকা থেকে বিমানে করে দেশে ফেরানোর ব্যবস্থা করেছিল দিল্লি। কিন্তু অর্থনৈতিক কারণে সেই প্লেনের ভাড়া যোগাড় করতে না পেরে সেই সুযোগও নিতে পারছেন না তারা।
এই আটকে পড়া ভারতীয়রা কোথায় থাকছেন
তারা সীমান্ত এলাকাগুলোতে কারও বাড়িতে আশ্রয় নিয়েছেন, বা কোথাও স্কুল-বাড়ির বারান্দায় কোনও মতে থাকছেন। অনেক নারীও রয়েছেন বলে প্রতিবেদনটিতে জানানো হয়।
দীর্ঘদিন ধরে সীমান্তে আটকে থাকার ফলে তাদের খাবার যোগাড় করতেও সমস্যা হচ্ছে। হাতে সেরকম অর্থও বিশেষ নেই অনেকের। স্থানীয়ভাবেই কিছু খাবারদাবার হয়তো তারা যোগাড় করছেন এখনও, কিন্তু এভাবে আর কতদিন চালাতে পারবেন, তা অনেকেই জানেন না।
আবার সামনে আসছে কোরবানির ঈদ। বাংলাদেশে বেশ কয়েকদিন দোকানপাটও বন্ধ থাকবে। সেই সময়ে কীভাবে খাবার দাবার যোগাড় করা যাবে, সেটা অনিশ্চিত।
তবে কিছু চাল, ডাল তেল লবণ এসব পাঠানোর বন্দোবস্ত করছেন ঢাকার কয়েকজন সমাজকর্মী।