শতরানের উদ্বোধনী জুটির পর বিপর্যয়ে অল্পতেই শেষ বাংলাদেশ
মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে মাত্র ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। অথচ উদ্বোধনী জুটিতে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ১১.২ ওভার খেলে ১০১ রানের জুটি গড়েন দুজনে।
সৌম্য ও তানজিদের গড়ে দেওয়া ভিত্তিও দলের খুব বেশি কাজে আসেনি পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায়। আগের তিন ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স বলার মতো কিছু ছিল না। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, দলের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যাটসম্যানদের ফর্ম।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম বাংলাদেশকে এনে দেন দারুণ এক শুরু। টি-টোয়েন্টিতে উদ্বোধনী উইকেটে দুজনে গড়েন বাংলাদেশের তৃতীয় সেরা জুটি, মিরপুরে যেটি সর্বোচ্চ। ৬৮ বলে ১০১ রান যোগ করেন দুই বাঁহাতি ওপেনার।
তানজিদ নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৪ বলে। সাত চার ও এক ছয়ে ৩৭ বলে ৫২ রান করে ফেরেন তানজিদ। এরপর সৌম্যও আউট হন দ্রুতই। ৩৪ বলে ৪১ রান করেছেন তিনি। সৌম্য আউট হওয়ার পরই মূলত ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে। এর মধ্যে ১২১ থেকে ১৩২, এই ১১ রান তুলতে ছয় উইকেট হারায় নাজমুল হাসান শান্তর দল।
শেষ আট উইকেটর পতন ঘটেছে মাত্র ২২ রানের ব্যবধানে। আসা-যাওয়ার মিছিলে দুই ওপেনারের এনে দেওয়া শুরুকে বড় সংগ্রহে রূপান্তর করা তো দূরে থাক, লড়াই করার মতো জায়গায়ও নিতে পারেননি বাকি ব্যাটসম্যানরা। প্রায় এক বছর পর দলে ফেরা সাকিব আল হাসান তিন বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ২০ রানে তিন উইকেট শিকার করেছেন লুক জংউয়ি, দুটি করে উইকেট পেয়েছেন বেনেট ও এনগারাভা। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে এক বল বাকি থাকতেই।