আগুয়েরোর রেকর্ড ভাঙলেন ১৪ বছর বয়সী অ্যাপোলোনিও
সার্জিও আগুয়েরোর রেকর্ড ভাঙলেন মাতেও অ্যাপোলোনিও। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের প্রথম বিভাগে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ফুটবলার হয়েছেন এই মিডফিল্ডার৷ মাত্র ১৪ বছর ২৯ দিন বয়সে দেপোর্তিভো রিয়েস্ত্রোর হয়ে মাঠে নেমেছেন মাতেও অ্যাপোলোনিও।
এর আগে আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবলে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়ার রেকর্ড ছিল সার্জিও আগুয়েরোর। এই সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার যখন নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর ৩৩ দিন।
আগুয়েরোর চেয়েও এক বছর চার দিন কম বয়স নিয়ে আর্জেন্টিনার শীর্ষ স্তরের ফুটবলে অভিষেক ঘটে গেছে মাতেও অ্যাপোলোনিওর। লিওনেল মেসির প্রথম ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে নিজের প্রথম ম্যাচটি খেলেছেন সদ্যই ১৪ বছর পূর্ণ করা অ্যাপোলোনিও।
অভিষেক ম্যাচ নিয়ে অ্যাপোলোনিও বলেছেন, 'আমি আমার শোবার ঘরে ছিলাম। আমার বাবা ফোনে কান্নারত কণ্ঠে জানান যে আমি স্কোয়াডে ডাক পেয়েছি। এটা অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার জন্য স্মরণীয় এক স্মৃতি।'
ম্যাচের ৮৪ মিনিটের সময় রিয়েস্ত্রার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলোনিও। মাঠে নামার আগেই অবশ্য ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল তার দল রিয়েস্ত্রা। শেষ পর্যন্ত এই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি অ্যাপোলোনিওর।