বেনজীর পরিবারের ক্রোক হওয়া সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন আদালত
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা, ক্রোক হওয়া সব স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (০৬ জুন) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখভাল করবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা এবং মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
এছাড়া, সাবেক আইজিপির গুলশানের চারটি ফ্ল্যাট ঢাকার জেলা প্রশাসন দেখাশোনা করবে বলে জানিয়েছেন আদালত।
এর আগে গত ২৩ মে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। একইসঙ্গে, তার ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেনে জড়িত মোট ৩৩টি হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।