২০২৭ সালে মূল্যস্ফীতি ৫.৫ শতাংশে নেমে আসবে, সরকারের আশা
২০২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৫.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় মূল্যস্ফীতি কমিয়ে আনার বিষয়ে সরকারের এ প্রাক্কলন তুলে ধরেন।
গত মে মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতির হার ছিল গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ, ৯.৮৯ শতাংশ। অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৯.৯৩ শতাংশ। চলতি বছরের এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯.৭৪ শতাংশ। এ বছরের মার্চ থেকে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরেই রয়ে গেছে।
প্রস্তাবিত বাজেটে মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে (২০২৪-২৫ থেকে ২০২৬-২৭) মূল্যস্ফীতির হার কমিয়ে আনার বিষয়ে সরকারের এ উচ্চাকাঙ্ক্ষা তুলে ধরা হয়।
প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামবে। পরের বছর কমে ৬ শতাংশ এবং তার পরের অর্থবছরে এটি কমে ৫.৫ শতাংশে নামবে।