বৃষ্টির পর রিশাদের আঘাত, ফিরিয়ে দিলেন হেড-মার্শকে
ছোট লক্ষ্য তাড়ায় দাপুটে শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ৬.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর শুরু হয় বৃষ্টি, কয়েক মিনিটের বিরতিতে যেন ছন্দই হারালো অজিরা। বৃষ্টির পর খেলা শুরু হতেই ফিরে গেলেন হেড ও অধিনায়ক মিচেল মার্শ।
দুটি উইকেটই নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ২১ বলে ৩১ রান করা হেডের স্টাম্প উপড়ে তিনি। নিজের পরের ওভারে মার্শকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন রিশাদ। ৯ ওভার শেষে ২ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ রান। জয়ের জন্য ৬৬ বলে ৭১ রান দরকার তাদের। ওয়ার্নার ৩৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ রানে ব্যাটিং করছেন।
অস্ট্রেলিয়ার ঝড়ো শুরুর পর বৃষ্টির হানা
১৪১ রানের লক্ষ্য, অস্ট্রেলিয়ার জন্য নিশ্চয়ই বড় কিছু নয়। ব্যাট হাতে নেমেই তা বুঝিয়ে দিলেন অজি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। লক্ষ্য তাড়ায় ঝড়ো ব্যাটিং শুরু করেন হেড ও ওয়ার্নার। তাদের তাণ্ডবে ৬.২ ওভারেই বিনা উইকেটে ৬৪ রান তুলেছে অজিরা।
এরপর অ্যান্টিগায় বৃষ্টি শুরু হয়েছে, উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওয়ার্নার ১৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩২ ও হেড ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য ৮২ বলে ৭৭ রান দরকার অস্ট্রেলিয়ার।