বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
চীনা প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ) অর্থনৈতিক অঞ্চলে ১০৮.৯৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
মঙ্গলবার (২৫ জুন) ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তির আওতায় কোম্পানিটি ৯০ হাজার বর্গমিটার এলাকায় একটি পোশাক কারখানা স্থাপন করবে যেখানে বছরে চার কোটি ৩০ লাখ পিস উভেন ও নিট পোশাক তৈরি করা হবে। কারখানাটি সম্পূর্ণরূপে চালু হলে ১২ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ প্রচার) মো. আশরাফুল কবির এবং আলপেন বানিয়ান গার্মেন্টসের পরিচালক লি তিয়ানিং বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করা কোনো একটি কোম্পানির কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তাবিত বিনিয়োগ হবে এটি।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য আলপেন বানিয়ান গার্মেন্টসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বেপজা তৈরি পোশাক ও টেক্সটাইলসহ সকল খাতের বিনিয়োগকে স্বাগত জানায়, তবে অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, আইটি পণ্য ইত্যাদির মতো বৈচিত্র্যময় খাতে আরও বিনিয়োগকে উৎসাহিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজার সবচেয়ে বড় উদ্যোগ এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য দেশ-বিদেশের বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বেপজা।
আলপেন বানিয়ান গার্মেন্টসসহ মোট ২৯টি কোম্পানি বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৬৮৮ মিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তৈরি পোশাক এবং টেক্সটাইল ছাড়াও এ লিজ কোম্পানিগুলোর ফুটওয়্যার অ্যান্ড ফুটওয়্যার অ্যাক্সেসরিজ, তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, চুলের যত্নের পণ্য ও আনুষাঙ্গিক উপাদান, লুব্রিকেটিং তেল, ডিসপোজেবল কাটলারি ইত্যাদির মতো বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করার কথা রয়েছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চলের তিনটি কোম্পানি ইতোমধ্যে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এবং আরও তিনটি কোম্পানি এ বছরের মধ্যে তাদের প্রথম রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।