বোয়িং ড্রিমলাইনারে তীব্র ঝাঁকুনিতে ৩০ যাত্রী আহত, ব্রাজিলে জরুরি অবতরণ
তীব্র ঝাঁকুনির জন্য মাদ্রিদ থেকে মন্টিভিডিওগামী এয়ার ইউরোপার একটি বোয়িং প্লেনকে উত্তর-পূর্ব ব্রাজিলের নাটাল বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। তীব্র ঝাকুনিতে প্লেনটিতে থাকা ৩০ জন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এয়ার ইউরোপা বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার-এর ফ্লাইট ইউএক্সও৪৫-এর কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি মাঝ আকাশে থাকার সময় তীব্র ঝাঁকুনির কবলে পড়ার জন্য সেটিকে জরুরী অবতরণ করানো হয়েছে।
প্লেনটি উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে যাওয়ার সময় এর গতিপথ বদলানোর প্রয়োজন হয়েছে বলে স্প্যানিশ বিমান চলাচল সংস্থাটি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানানো হয়েছে। আহত যাত্রীদের জরুরী চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলেও পোস্টে জানানো হয়েছে।
৩২৫ জন যাত্রী নিয়ে প্লেনটি আটলান্টিকে মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ব্রাজিলের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। প্লেনটি পরবর্তীতে স্বাভাবিকভাবেই অবতরণ করেছে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু যাত্রীর চিকিৎসা সহায়তা প্রয়োজন হওয়ায় তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
একটি স্থানীয় মেডিকেল দল ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা বিভিন্ন জাতীয়তার কমপক্ষে ৩০ জন যাত্রীকে চিকিৎসা দিয়েছেন এবং তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঝাঁকুনির সময় যাত্রীরা তাদের মাথায় আঘাত পাওয়ার পাশপাশি কয়েকজনের ক্র্যানিয়াল ফ্র্যাকচার ও মুখ কেটে গেছে বলে দলটি জানিয়েছে।