ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ দিন সাড়ে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ থাকবে
লাইটিং সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামী ৮ নভেম্বর থেকে সাত দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রতিদিন রাত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে।
আজ সোমবার (৪ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।'
এতে বলা হয়েছে, 'সাড়ে ৩ ঘণ্টা বিমানবন্দর বন্ধ থাকার ফলে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।'
বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে ফ্লাইটের শিডিউল পরিবর্তনের বিষয়ে যাত্রীদের অবহিত করার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়েল টাইম আপডেট ও সহায়তার জন্য যাত্রীরা ১৩৬০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।