৬০৯.২৭ কোটি টাকার আরেক কার্গো এলএনজি কিনবে বাংলাদেশ
৬০৯.২৭ কোটি টাকার আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সরকারের সাথে মাস্টার সেলস অন্ড পারচেজ এগ্রিমেন্ট করা দেশগুলোর মধ্য থেকে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এটি সংগ্রহ করা হবে।
বুধবার (৩ জুলাই) মন্ত্রী পরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয়) মাহমুদুল হোসাইন খান এক ব্রিফিংয়ে সভায় অনুমোদিত প্রস্তাবগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান।
মাহমুদুল হোসাইন খান বলেন, এক্সেলরেট এনার্জি ইউনাইটেড স্টেট সুপারিশকৃত দরদাতা হয়েছে। প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম ধরা হয়েছে ১৩.৫৫৮০ মার্কিন ডলার।
সর্বশেষ প্রতি এমএমবিটিইউ এলএনজি কেনা হয়েছিল ১২.৯৬৯৭ ডলারে। এই কার্গোসহ চলতি ২০২৪ সালে ২১ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিলো ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জ্বালানি বিভাগের আরেক প্রস্তাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০২১ সনের সর্বশেষ সংশোধনসহ)' অনুসরণে 'সিলেট-১১ (উন্নয়ন কূপ) ও রশিদপুর-১৩নং কূপ (অনুসন্ধান কূপ) খনন' শীর্ষক প্রকল্পের কূপ খনন কার্যক্রম বাস্তবায়নের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন, চীন-এর মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মাহমুদুল হোসাইন খান।
এই খনন কার্যক্রমে ৪৪৪.৮৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব ও রাশিয়া থেকে ডিএপি ও এমওপি সার কেনা, এডিবি, এএফডি, জিইএফ এবং জিওবি এর অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)" শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর- আরপিডাব্লিউ-১.২-এর ক্রয় প্রস্তাব এবং গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের চারটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।