শাহবাগে অবরোধ: অ্যাম্বুলেন্স ছাড়া সব গাড়ি আটকাচ্ছেন শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও শিক্ষার্থীরা কেবল রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো চলাচল করতে দিচ্ছেন।
বাংলামোটর মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. সৌরভ মন্ডল দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনকারী গাড়ি ছাড়া আমরা কোনো গাড়ি যেতে দিচ্ছি না। তবে এর বাইরে জরুরি কোনো বিষয় আমাদের বোঝাতে সক্ষম হলে আমরা সেটা বিবেচনা করে ছাড় দিচ্ছি। এ আন্দোলন শুধু আমাদের জন্য না। বরং কোটা বাতিলের ফলে দেশের প্রশাসনে মেধাবীরা আসলে জনগণ আরো ভালো সেবা পাবে।'
এ সময় স্কয়ার হাসপাতাল থেকে মো. রিজওয়ান হোসেন নামে এক ব্যক্তি তার স্ট্রোক করা নানীকে নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি ছেড়ে দেন আন্দোলনকারীরা।
রিজওয়ান বলেন, 'আমার নানীকে স্কয়ার হাসপাতাল থেকে নেওয়ার পথে কারওয়ান বাজার ও বাংলা মোটরে আমাদের গাড়ি আটকানো হয়। তবে আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হলে তারা আমাদের গাড়ি ছেড়ে দেন।'