শিক্ষার্থীদের উসকানি দেয়া হচ্ছে: কোটা বিরোধী আন্দোলন নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ (১১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'যারা দেশের উন্নতি চায় না তারা কোটা বিরোধী আন্দোলনে উসকানি দিচ্ছে।'
তিনি বলেন, 'কোটা নিয়ে আন্দোলন করার কিছু নেই। শিক্ষার্থীদের কিছু বলার থাকলে আদালতে উপস্থাপন করতে পারে। সরকার চায় কোটার বিষয়টি সুন্দরভাবে সমাধান হোক।'
সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে সরকার সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এই সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি আলোচনা করার জন্য আমরা সবসময় প্রস্তুত।'
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিক্ষার্থীদের বিষয়টি আদালতের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
কত শতাংশ কোটা থাকা উচিত বলে মনে করেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা বলবে আদালত। তবে আমি একটি বাস্তবতা বলতে পারি। সেটা হচ্ছে, ৪০ তম বিসিএসে ৫৯ টি জেলা থেকে পুলিশ ক্যাডারে কোনো নারী প্রার্থী নির্বাচিত হয়নি। আর ১৭ টি জেলা থেকে নারী-পুরুষ কেউই নির্বাচিত হয়নি'।
তিনি জানিয়েছেন, ৪০, ৪১ এবং ৪৩ তম বিসিএসে নারীদের অংশগ্রহণ কমেছে। ৩৮ তম বিসিএসে গড়ে ২৬ শতাংশের ওপরে নারীরা চাকরিতে প্রবেশ করে। কিন্তু পরের বিসিএসগুলোতে গড়ে ১৯ শতাংশ নারীর অংশগ্রহণ ছিল।