পুলিশি বাধা পেরিয়ে মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনের অংশ হিসেবে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টায় পুলিশের বাধা পেরিয়ে মহাসড়কে অবস্থান নেন তারা। তবে আজ পচনশীল পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার পরিবহন অবরোধের আওতামুক্ত রেখেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান, ও প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তারা গান গেয়ে এবং সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এর আগে বিকাল সাড়ে ৩টায় সড়ক অবরোধের জন্য শিক্ষার্থীরা মিছিল বের করলে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের আটকে দেন পুলিশ। বিপুল সংখ্যক পুলিশ অবরোধ স্থান ও আশেপাশে অবস্থান নেন। তবে শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে গেট খুলে সড়কে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশ অবরোধস্থল থেকে কিছুটা দূরে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, 'আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য পুলিশ সকাল থেকে নানাভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি করছে। বিকালে অঘোষিত ১৪৪ জারি করা হয়। শিক্ষার্থীরা যেন রাস্তায় না নামে সেই হুঁশিয়ারি দিয়েছেন তারা।'
তিনি বলেন, 'আমরা মনে করি গণতান্ত্রিক দেশে অহিংসভাবে সমবেত হওয়ার অধিকার সবার আছে। তাতে কেউ বাধা দিতে পারে না। আমরা অঘোষিত ১৪৪ ভেঙে রাস্তায় এসেছি। যতদিন দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরব না।'
তিনি আরও বলেন, 'অহিংস আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করতে পারে না।'
পথচারী আব্দুল হাই বলেন, 'মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্য করা উচিত না। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছেন৷ আমি এই আন্দোলনে সমর্থন জানাই। শুধু আমি না, দেশের অধিকাংশ মানুষ এই বৈষম্য চায় না।'
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, 'শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।'
তিনি আরও বলেন, 'যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'