বগুড়ায় রেললাইন অবরোধ, ৬ ঘণ্টা ধরে যাত্রীবাহী ট্রেন আটকা
দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন ও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বগুড়ায় যাত্রীসহ 'দোলনচাপা এক্সপ্রেস' ট্রেন ৬ ঘণ্টা ধরে আটকা রয়েছে।
সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২ টা ১৫ থেকে এ রিপোর্ট লেখা (৬টা ৫০ মিনিট) পর্যন্ত আটকে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টাার সাজেদুর রহমান সাজু।
রেলের এই কর্মকর্তা বলেন, 'রেলের ২১-২২ নং গেটে (শহরের সেলিম হোটেল ও থানা মোড় ঘুমটি) শিক্ষার্থীরা অবরোধ করেছে। রেললাইনের উপর আগুন লাগিয়ে দিয়েছে। সেলিম হোটেল, কাঠালতলা, থানার মোড় এলাকার রেল ঘুমটি ক্লিয়ার হলে ট্রেনটি যেতে পারবে। দোলনচাপা ট্রেনটি দুপুর সোয়া ১২টা থেকে যাত্রী নিয়ে বগুড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।'