শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে সর্বজনীন পেনশন নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের আগে শিক্ষামন্ত্রী একথা বলেন। তিনি বলেন, 'আজকে মন্ত্রিসভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।'
এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে, শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান – স্কুল, কলেজ, মাদ্রসা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে।