ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে পুলিশের বাধা
ঢাকা মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় কর্মসূচির জন্য জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় 'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে এক দল অভিভাবক মেডিক্যাল কলেজের ২ নম্বর গেটের সামনে জড়ো হন। এ সময় পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়। পরে অভিভাবকরা কর্মসূচি স্থগিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা কোটা আন্দোলনে আহত রোগীদের দেখতে যান।
দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে অভিভাবকরা সাংবাদিকদের জানান, তারা মূলত আহত ও নিহতদের স্মরণে মৌন অবস্থান করতে এবং জড়িতদের বিচারের দাবি জানাতে এসেছিলেন।
'অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?' শীর্ষক কর্মসূচির সহসমন্বয়ক আবু মুসলিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা দেশ এমন পর্যায়ে উপনীত হয়েছে, যেখানে অভিভাবকরা তার প্রিয় সন্তানের পাশে দাঁড়াতে পারছে না। এখানে না আছে আইন, না আছে গণতন্ত্র। এমনকি মানবিকতা, মানবতাও ভূলুণ্ঠিত। আমাদের মৌন অবস্থানে ক্ষমতাসীনদের বিচলিত হওয়া তাদের অন্যায্য অবস্থানকে দিবালোকের মতো স্পষ্ট করেছে।'
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, 'আমরা কর্মসূচি পালন করতে না পেরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শনে যাই। সেখানেও আমাদের অসহযোগিতা করা হয়েছে। রোগী ও আত্মীয়-স্বজনদের সাথে আমাদের কথাও বলতে দেওয়া হয়নি।'