আ.লীগ সকল দলকে নিষিদ্ধ করে আবারও বাকশাল প্রতিষ্ঠা করতে চায়: মির্জা ফখরুল
আওয়ামী লীগ আবারও অতীতের মতো সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "যখনই জনগণ ঐক্যবদ্ধ হয়, তখনই স্বৈরাচাররা নিষিদ্ধের বিষয়গুলো সামনে নিয়ে আসে।"
জামায়াত নিষিদ্ধের ব্যাপারে বিএনপির দলীয় অবস্থান সাংবাদিকরা জানতে চাইলে ফখরুল বলেন, "আমরা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাসী। অতীতে বহু দল নিষিদ্ধ করেছে স্বৈরাচার সরকারগুলো। পাকিস্তান আমলেও কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছে স্বৈরাচাররা।"
মির্জা ফখরুল বলেন, "ছাত্র আন্দোলন ৬ সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নিয়ে নাটক করা হয়েছে, এটা রাজনৈতিক জীবনে কেউ দেখেনি যে, ডিবি অফিসে বসে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা হয়। ত্রাস সৃষ্টি করে এগুলো করা হয়েছে।"
"আবার ডিবি অফিস এখন ভাতের হোটেল এটা সবাই জানে। এ ধরনের নাটক করে পুরো জাতিকে ছোট করা হয়েছে। এটি নিয়ে হাইকোর্টও বলেছেন। এরপর আর কিছু বলার নেই," যোগ করেন ফখরুল।
ছাত্র আন্দোলন আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বে আলোড়ন তৈরি করেছে জানিয়ে ফখরুল বলেন, "পার্শ্ববর্তী দেশ ভারতও এ নিয়ে সমালোচনা করছে, জাতিসংঘ এর প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলেছে, এটি স্বৈরাচার সরকার।"