বাংলাদেশের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে: চীন
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে পরিস্থিতির তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করেন চীন। একইসাথে দেশে সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে বলে মনে করেন বেইজিং।
গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানান মুখপাত্র লিন জিয়ান। এসময় বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের এখনকার পরিস্থিতি 'নিয়ন্ত্রণে থাকা' পরিস্থিতিতে দেশটি আনন্দিত বলেও জানান তিনি।
লিন জিয়ান আরও বলেন, "চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল, দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।"
২০১৮ সালের পর চলতি বছরের জুলাইয়ে ফের নতুন করে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এতে সহিংসতায় প্রায় ১৫০ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার।