ঠাকুরগাঁওয়ে ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে’ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ২
ঠাকুরগাঁওয়ে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'মার্চ ফর জাস্টিস কর্মসূচি' পালনকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত দু'জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও সকাল ১১ টায় শিক্ষার্থীরা শহরের অপরাজেয় একাত্তরে সমবেত হয়। এরপর তারা একটি মিছিল নিয়ে ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট চত্বরের দিকে যেতে থাকে।
মিছিলটি ঠাকুরগাঁও পৌরসভা গেটের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীরা এসময় পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে গেলে– লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। লাঠিচার্জে ২ জন শিক্ষার্থী আহত হয়।
শিক্ষার্থীরা পরে ঠাকুরগাঁও পৌরসভার গেটের সামনে রাস্তায় অবস্থান নেন। এসময় তারা বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীদের নামে দেওয়া 'মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, এবং আটকদের নিঃশর্ত মুক্তি দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়ার স্লোগান দেন।
কর্মসূচিতে যোগ দেওয়া একজন শিক্ষার্থী মোসাম্মৎ সোহানি বলেন, 'আমরা কোর্ট চত্বরে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেখানে যাওয়ার আগেই পৌরসভা গেটের সামনে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। কোন ধরনের উস্কানি ছাড়াই তারা আমাদের উপর লাঠিচার্জ চালায়। এতে আমাদের বেশ কয়েকজন ভাই আহত হয়েছেন। আমরা সাধারণ শিক্ষার্থী। আমরা তো কোর্ট চত্বরে– অন্য কোনো কারণে যেতে চাইনি। আমাদের অধিকার আদায়ের জন্য সেখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্যই যাচ্ছিলাম। এসময় আমাদেরকে পুলিশ বাধা দিয়ে হামলা চালায়।
এবিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. বি. এম ফিরোজ ওয়াহিদ কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।