কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ জানতে চাইলেন ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প আর বিতর্কিত মন্তব্য যেন এক সুতোয় গাঁথা। কখন কী যে বলে বসেন ঠিক নেই তার। এবার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে এই ডেমোক্র্যাট প্রার্থী। কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার (৩১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বার্ষিক আলোচনা সভায় কমলা হ্যারিসের জাতিগত পরিচয় জানতে চেয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, উনাকে (কমলা হ্যারিস) সবসময় ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম, কারণ তিনি সবসময় ভারতীয় ঐতিহ্যের প্রচার করে এসেছেন। কয়েক বছর আগে এসে জানলাম তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে নিজেকে পরিচয় দেন। তাই আমি আসলে ঠিক জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?
ট্রাম্প আরও বলেন, আমি উভয় জাতি-সম্প্রদায়কেই সম্মান করি, কিন্তু তিনি যে করেন না, তা স্পষ্ট। কারণ এতদিন নিজেকে ভারতীয় বলে আসলেও এখন হঠাৎ করে কৃৃষ্ণাঙ্গ হয়ে গেলেন।
কিছুদিন আগেও বর্তমান মার্কিন এই ভাইস প্রেসিডেন্টকে 'চরম বামপন্থি' বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
উল্লেখ্য, ভারতীয় ও জ্যামাইকান বংশোদ্ভূত কমলা হ্যারিস দীর্ঘদিন ধরে নিজেকে কৃষ্ণাঙ্গ ও এশীয় হিসেবে পরিচয় দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বপালন করছেন তিনি।
ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টা পর কমলা হ্যারিস হিউস্টনে জড়ো হওয়া কৃষ্ণাঙ্গ সিগমা গামা রোর সদস্যদের উদ্দেশ্যে বলেন, সাবেক প্রেসিডেন্টের চার বছরের শাসনামল কেমন ছিল তা তার এই মন্তব্যই আরেকবার মনে করিয়ে দেয়।
কমলা বলেন, 'এটি ছিল বিভেদ ও অসম্মানের সেই পুরোনো প্রদর্শনী। আমেরিকার জনগণ আরও ভালো কিছুর প্রাপ্য'।
চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে কমলা হ্যারিস অনলাইনে যৌনতাবাদী ও বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আসছেন। রিপাবলিকান পার্টির নেতারা আইনপ্রণেতাদের ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার এবং তার নীতিগত অবস্থানের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন