প্রতিযোগিতায় টিকে থাকতে ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে ইনটেল!
তথ্যপ্রযুক্তি জগতের বেশ বড় ও বিশ্বস্ত নাম হল ইনটেল। বিশ্বজুড়ে এই সংস্থায় কাজ করেন প্রায় ১ লাখ কর্মী। তবে এবার নিজেদের লোকসান কমাতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানিটি। সেক্ষেত্রে এক ধাক্কায় ১৫ হাজার কর্মীকে ছাঁটাই করবে ইনটেল।
গতকাল (বৃহস্পতিবার) একটি বিবৃতি জারি করে ইনটেলের তরফ থেকে জানানো হয়েছে। এনভিডিয়া ও এএমডি-র মতো সংস্থাকে টেক্কা দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতায় টিকে থাকতেই এমন পদক্ষেপ।
ইনটেল সিইও প্যাট গেলসিঙ্গার জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে কোম্পানিটি ১০ বিলিয়ন ডলার বাঁচানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাই এই কর্মী ছাঁটাই।
বর্তমান বাজারে টিকে থাকতে এআই প্রযুক্তি নির্ভর চিপের দিকে ঝুঁকছে ইনটেল। তবে এ লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রতিষ্ঠানটি চিপ তৈরিতে নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া।
ইনটেল সিইও প্যাট গেলসিঙ্গার কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, "সোজা কথায় বলতে গেলে আমাদের খরচের কঠামোকে নতুন অপারেটিং মডেলের সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। আমরা যেভাবে কাজ করি, তাতে মৌলিক পরিবর্তন আনতে হবে।"
তিনি জানান, ইনটেলের আয় বৃদ্ধির হার খুবই হতাশাজনক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন প্রযুক্তিকে তারা আত্মস্থ করে নিতে পারেনি।