বয়কটের ঘোষণা দেওয়ার পরে ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম কোর্ট)।
শুক্রবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম।
কোটা আন্দোলনে অংশ নেওয়ায় গ্রেপ্তার ও আটক সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত- বুধবার সারাদেশের প্রায় একশ কলেজের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
সম্প্রতি কলেজগুলোর ২০২৪ ব্যাচ-এর 'শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো' বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানিয়েছিলেন, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয়, তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের সূত্রে জানা গেছে, বিস্তারিত সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীসময়ে জানিয়ে দেওয়া হবে।
এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। এখন ১১ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার নতুন সিদ্ধান্ত হলো।