আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, তিন সদস্যের কমিটি গঠন
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারাদেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের উচ্চপদস্থ সূত্র থেকে জানা যায়, গতকাল (২ আগস্ট) রাতে গণভবনে বৈঠকের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন।
আলোচনা বাস্তবায়নে তিন সদস্যের একটি কমিটি করেছেন প্রধানমন্ত্রী। কমিটিতে রয়েছেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
গতকালের জরুরি সভা ও কোটা আন্দোলনকারীদের সাথে বসতে কমিটি গঠনের বিষয়টি আজ (৩ আগস্ট) টিবিএসকে নিশ্চিত করেছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তবে এর চেয়ে আর বেশী কিছু বলতে রাজি হননি আওয়ামী লীগের এই যুগ্ম সাধারন সম্পাদক।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আজ টিবিএসকে বলেন, "আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।"
তিনি বলেন, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
সুত্র থেকে জানা যায়, গণভবনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সভাপতিমণ্ডলীর সদস্য এবং বিভিন্ন নেতৃবৃন্দরা।