খুলনায় পুলিশ হত্যা হামলায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত পরিচয়ের ১ হাজার থেকে ১২শ জনকে আসামি করা হয়েছে।
নিহত কনস্টেবল সুমন কুমার ঘরামী খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।
গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬ টার খুলনার গল্লামারী বাজারে আন্দোলনকারীদের পিটুনিতে কনস্টেবল সুমন কুমার ঘরামী নিহত হন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়।
শুক্রবার রাত সাড়ে নয়টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের মরদেহ দেখতে যান খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক।
এ সময় তিনি বলেন, "সুমনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অতিরিক্ত মারধরের ফলে তার মাথায় আঘাত লেগে মৃত্যুবরণ করেছে।"
পুলিশের সাথে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল তিনটায় খুলনা পুলিশ লাইনে সুমনের মরদেহে গার্ড অফ অনার দেওয়া হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।