বর্তমান সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠনের দাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) শহীদ মিনারের সামনে সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও মামুন এ বিষয়ে তাদের ঘোষণাপত্র প্রকাশ করেন।
তাদের পক্ষে নাহিদ ইসলাম ঘোষণাপত্র পড়ে শোনান। এরপর তিনি স্লোগান দিতে থাকেন।
সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা উল্লেখ করে সমন্বয়কেরা সরকারের পদত্যাগ দাবি করেছেন। এছাড়া বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।
তাদের এ বিষয়ক ঘোষণাপত্রটি নিচে হুবহু প্রকাশ করা হলো:
'যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পাননি;
যেহেতু, সরকার এ হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে;
যেহেতু, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে;
যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এ সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়;
সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।
একইসাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবী জানাচ্ছি।'
ঘটনাস্থল থেকে আমাদের প্রকিবেদক জানিয়েছেন, শহীদ মিনারে এখনো কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছেন।