অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরার, রাফায়ের নাদালদের ছাড়িয়ে নিজেকে রেকর্ডের চূড়ায় নিয়ে গেছেন সার্বিয়ান এই টেনিস কিংবদন্তি। টেনিসের সবচেয়ে মর্যাদার আসর গ্র্যান্ড স্লামে প্রথমবারের মতো তিনি শিরোপা জেতেন ২০০৮ সালে, ২১ বছর বয়সে। কিন্তু ৩০-৩৫ ছাড়িয়েও অলিম্পিকে স্বর্ণ জেতা হয়নি, অবশেষে ৩৭ বছর বয়সে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ স্বর্ণ-স্বর্গে জায়গা করে নিলেন জোকোভিচ।
টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অলিম্পিকে স্বর্ণ জিতলেন পঞ্চম চেষ্টায়। প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিস এককের ফাইনালে জোকোভিচের দাপটের সামনে দাঁড়াতেই পারেননি তরুণ কার্লোস আলকারাস। রোববার রোলাঁ গাঁরোয় আলকারাসকে ৭-৬ (৩), ৭-৬ (২) গেমে হারান জোকোভিচ। অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের গোল্ডেন স্ল্যাম পূর্ণ করলেন টেনিসে রেকর্ডের মালা গেঁথে আসা জোকোভিচ।
ক্যারিয়ারের শুরুর দিকে গ্র্যান্ড স্ল্যাম জেতার পর জোকোভিচের চোখে আনন্দাশ্রু দেখা গেছে। ফাইনালে লড়াইয়ের ঝাঁঝের ওপরও নির্ভর করেছে উদযাপন, কঠিন লড়াই শেষেও তার চোখের কোণে পানি জমেছে। অলিম্পিক জয়ের পরও আবেগাপ্লুত জোকোভিচকে দেখা গেল। আরাধ্য সাফল্য নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন, তার চোখ বেয়ে পড়তে থাকে আনন্দের অশ্রু। পরে নিজের কন্যা সন্তানকে কোলে নিয়েও কাঁদতে থাকেন জোকোভিচ।
অলিম্পিক টেনিসের পুরুষ এককের ফাইনালে ওঠা জোকোভিচ ও আলকারাসের পথচলা ছিল দুর্বার। ফাইনালে ওঠার পথে কোনো পর্যায়ে দুজনের কেউ-ই একটি সেটও হারেননি। দুজনই শাসন জারি রেখে সামনে এগোলেও ফাইনালে অবশ্য পরিষ্কারভাবে ফেবারিট ছিলেন আলকারাস। গত মাসেই উইম্বলনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন স্পেনের এই টেনিস সেনসেশন। এর আগে আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ফরাসি ওপেনও জেতেন আলকারাজ। সব মিলিয়ে তাকেই ফেবারিট মনে করা হচ্ছিল।
কিন্তু ফাইনালে দেখা মেল অন্য এক জোকোভিচের, তরুণ আর নিজের সেরা সময়ের মতো করে দুর্বার হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত সব সার্ভের সঙ্গে অপ্রতিরোধ্য পারফরম্যান্সে আলকারাসকে হারিয়ে জিতে নেন স্বপ্নের অলিম্পিক স্বর্ণ। এর আগে চারবার অলিম্পিকে খেলে জোকোভিচের সেরা সাফল্য ছিল ব্রোঞ্জ পদক জয়, সেটাও ২০০৮ সালে। এরপর তিনবার বিদায় নেন সেমি-ফাইনাল থেকে। অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে পূর্ণতা দিলেন নিজের ঝলমলে ক্যারিয়ারকে।