অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
পর্দা নামল ২০২৪ প্যারিস অলিম্পিকের। বাংলাদেশ সময় সোমবার (১২ আগস্ট) এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের ইতি টানা হলো।
সমাপনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে উপস্থিত ছিলেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন অভিনেতা টুম ক্রুজও। মিশন ইম্পসিবলের এই তারকা তার চোখ ধাঁধানো স্টান্ট শো দিয়ে বিমোহিত করেছেন আগত সকল দর্শকদের।
পরবর্তী অলিম্পিকের আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। হলিউডে অনুষ্ঠাতব্য পরবর্তী অলিম্পিক কেমন হতে চলেছে যেন তারই এক ঝলক দেখালেন টম।
লেদার জ্যাকেট এবং গ্লাভস পরিহিত এই তারকা যখন স্টেডিয়ামের ছাদ থেকে নিজেকে নামিয়ে আনছিলেন তখন দর্শকরা আনন্দে চিৎকার করেছিলেন।
স্টেডিয়ামের স্পটলাইটের আলো পুরোটা তখন টুম ক্রুজের ওপর। বিশেষ দড়ির সাহায্যে স্তাদে দে ফ্রান্সের শীর্ষ থেকে দুঃসাহসী স্টান্ট জাম্প করেন টম, দর্শকদের যেন দম আটকানোর মতো অবস্থা!
মঞ্চে নেমেই তিনি অ্যাথলিটদের শুভেচ্ছা জানান, করমর্দন করেন, সেলফি তোলেন, এমনকি একজন নারী অ্যাথলেটের কাছ থেকে আলিঙ্গনও গ্রহণ করেন।
কিন্তু এখানেই শেষ নয়। ২০২৮ গেমসের আয়োজক লস অ্যাঞ্জেলেসের সম্মতি হিসাবে, ক্রুজ একটি মোটরসাইকেলের সাথে অলিম্পিকের পতাকা সংযুক্ত করে অ্যাথলিটদের ভিড়ের মধ্য দিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসেন।
এরপর দেখানো হয় পূর্বে ধারণ করা সিনেমার কারুকার্য— অলিম্পিকের পতাকা লস অ্যাঞ্জেলসে পৌঁছে দিতে টম উঠে পড়েন একটি বিমানে, যা তাকে কোনোভাবে মুহূর্তের মধ্যে লস অ্যাঞ্জেলেসে পৌঁছে দেয়।
ক্যামেরা জুম আউট হওয়ার সাথে সাথে তাকে দেখা যায় হলিউডের সাইনবোর্ডের পাশে বসে থাকতে। হলিউডের চিরপরিচিত ইংরেজি 'ও' অক্ষর সরিয়ে সেখানে বসিয়ে দেয়া হয়েছে অলিম্পিক রিং-এর আইকনিক রঙিন 'ও'। জানান দিলেন হলিউডের আমেজে শেষ হচ্ছে প্যারিস অলিম্পিক এবং এই সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা হচ্ছে আগামী গ্রীষ্মকালীন অলিম্পিকের।
অলিম্পিকের পতাকা প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়াম থেকে রওনা দিল তার পরবর্তী গন্তব্য লস অ্যাঞ্জেলসে ৷
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন