গণভবনে জনতার ঢল, কেউ নিলেন মাছ, কেউ নিলেন টিভি, ঘড়ি, ঝুড়ি
গণভবন থেকে শাকসবজি, মাছ-মাংস, চেয়ার যে যা পাচ্ছেন, তা-ই নিয়েই দৌড় দিচ্ছেন। নিয়ে গেছে টেলিভিশন, ঘড়ি, লাগেজ, ঝুড়ি এমনকি কাপ-পিরিচও।
মিছিল নিয়ে গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। শেখ হাসিনার দেশ ছাড়ার পর আজ সোমবার দুপুর আড়াইটার পর তারা গণভবনে ঢুকে পড়েন। এ সময় কাউকে কাউকে স্লোগান দিতে শোনা যায়।
গণভবনে ঢুকে লেক থেকে বড় বড় মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা গেছে কাউকে। আবার গণভবনের বালিশ হাতেও দেখা গেছে কাউকে কাউকে।
গণভবন থেকে শাকসবজি, মাছ-মাংস, চেয়ার যে যা পাচ্ছেন, তা-ই নিয়েই দৌড় দিচ্ছেন। নিয়ে গেছে টেলিভিশন, ঘড়ি, লাগেজ, ঝুড়ি এমনকি কাপ-পিরিচও।