উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
রাজধানীর উত্তরায় আজ সোমবার (৫ আগস্ট) পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শেখর (৪০) উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের একজন কর্তব্যরত চিকিৎসক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উত্তরা পূর্ব থানায় হামলার জেরে জনতার ওপর পুলিশ গুলি চালালে বেশ কয়েকজন আহত হয়।
বিকাল ৪টার দিকে একদল লোক থানায় ইট-পাটকেল নিক্ষেপের পর গুলি শুরু হয়।
এছাড়া, একদল লোক ওই এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি অফিস ভাঙচুর করার পর র্যাব সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।