প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণসহ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও কেন্দ্রীয় শহীদ মিনারের মতো ঐতিহাসিক স্থানগুলোতে প্রাণ ফিরে আসতে শুরু করেছে।
১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন সড়কে যেসব ব্যারিকেড ছিল সেগুলো অপসারণ করা হয়েছে। ক্লাস ও পরীক্ষা এখনো শুরু না হলেও অ্যাকাডেমিক কার্যক্রমের প্রস্তুতি নিতে হলে ফিরছেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন অর্থাৎ সোমবার (৫ আগস্ট) রাতেই শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন।
গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী, ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ও বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র মো. আব্দুল্লাহ করিম বলেন, "আমরা যারা ঢাকার আশেপাশে থাকি তারা হলগুলোতে ফিরতে শুরু করেছি। আমরা আমাদের বন্ধুদের ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মুখোমুখি হওয়ার জন্য ডাকছি। আমরা হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করি, যাতে আমরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি।"
এদিকে টিএসসি ও রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনেককে আড্ডা দিয়ে সময় পার করতে দেখা গেছে যা স্থানগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছে। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে সাধারণ দিনের মতো রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করার পাশাপাশি ফুচকা ও চা-এর সব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
যোগাযোগ করা হলে ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাশেম হোসেন বলেন, "অনেকদিন পর এই জায়গায় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী আন্দোলনের অংশ ছিলাম ভেবে ভালো লাগছে। তাই ইতিহাস নিজেই আমাদের আড্ডার বিষয়।"