মা বেআইনি কিছু করেননি, কোনো ভুল করেননি: জয়
শেখ হাসিনা কোনো ভুল করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার (৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমার মা বেআইনি কিছু করেননি। তিনি কোনো ভুল করেননি।"
একইসঙ্গে তিনি দাবি করেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করলে আগের মতো আবারও তিনি সমস্ত অভিযোগ থেকে খালাস পাবেন। সুতরাং, শেখ হাসিনার ভয় পাওয়ার কিছু নেই।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানান, "মা (শেখ হাসিনা) বিদেশে থাকতে চান না; তিনি বাংলাদেশে ফিরতে চান।"
গত দুই মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে অবসর নিতে চেয়েছিলেন বলেও জানান তিনি; তবে বংলাদেশে সক্রিয় রাজনীতিতে তার ফিরে আসার বিষয়টিকে একেবারে উড়িয়ে দেননি জয়।
সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি গতরাতে তার (শেখ হাসিনা) সাথে কথা বলেছি। এখনও পর্যন্ত তার কোনো পরিকল্পনা নেই। তিনি সেখানেই অবস্থান করছেন। তার ভিসা বা আশ্রয় খোঁজার আবেদন নিয়ে যেসব কথা ছাড়াচ্ছে, সবই গুজব... এগুলোর কোনোটিই সত্য নয়।"
"তিনি (শেখ হাসিনা) আসলে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরতে চান। সেটা রাজনীতিতে থেকে হোক বা অবসরে গিয়ে হোক— তাতে কিছু যায় আসে না। সেখানে তার বাড়ি; সেখানেই তিনি বড় হয়েছেন।"
"এমনিতেও সরকারের চলতি মেয়াদ শেষে তিনি অবসর নিতেন; তার বয়স ৭৬ বছর। তিনি অবসরে গিয়ে টুঙ্গিপাড়ায় তার গ্রামের বাড়িতে থাকতে চান— এটাই তার স্বপ্ন। তিনি বাংলাদেশের বাইরে নির্বাসনে থাকতে চান না," যোগ করেন জয়।
এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন জিজ্ঞাসা করা হয়, শেখ হাসিনা ফের রাজনীতিতে ফিরে আসতে পারেন কিনা, জবাবে জয় বলেন, এই প্রশ্নের সবচেয়ে যথাযথ উত্তর তার মা-ই (শেখ হাসিনা) দিতে পারেন।
জয় দাবি করেন, "তিনি (শেখ হাসিনা) তার দেশের জন্য রাজনীতিতে ছিলেন; তিনি ক্ষমতা ধরে রাখতে চাননি। তিনি গত দুই মেয়াদে অবসর নিতে চেয়েছিলেন। আসলে, প্রতিটি নির্বাচনের আগে তিনি আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার কথা বলতেন। আমাদের পরিবারের কারোরই কখনও ক্ষমতা বা রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা ছিল না।"
বর্তমান সময়ে যেহেতু আওয়ামী লীগ কর্মীরা সংকটময় সময় পার করছেন, এই বিবেচনায় তিনি (সজীব ওয়াজেদ জয়) দলের নেতৃত্বে যেতে চান কিনা এমন প্রশ্নের জবাবে জয় বলেন, বর্তমান পরিস্থিতিতে আপাতত তিনিই পার্টির (আওয়ামী লীগের) 'প্রতিনিধিত্ব মুখ' হয়ে উঠেছেন।
"আমি মনে করি, এই মুহূর্তে স্বাভাবিকভাবে আমিই দলের আশা বা প্রতিনিধিত্ব মুখ হয়ে উঠেছি। আমি এটি কখনোই চাইনি। আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। কিন্তু যখনই আমি জানলাম যে, আমাদের দলের নেতাদের ওপর হামলা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে— এমন পরিস্থিতিতে আমি তাদেরকে একা ছেড়ে দিতে পারি না। এখনও আওয়ামী লীগের লাখ লাখ অনুসারী আছেন, তারা রাতারাতি বিলীন হয়ে যাবেন না।"
শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন, ফলে নির্বাচনে আওয়ামী লীগ ফের জয়ী হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং দলের কর্মী ও নেতারাই সিদ্ধান্ত নেবেন কে মূল নেতৃত্বে থাকবেন।
"আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আমাকে চান, আমি এটি নিয়ে ভাববো। বিষয়টি দলের সদস্যদের ওপর নির্ভর করে... দল যদি তাকে (শেখ হাসিনা) নেত্রী হিসেবে দাবি করে, তাহলে তিনিই নেতৃত্ব দেবেন। আমি যেমনটি বলেছি, আমরা একটি গণতান্ত্রিক দল, এটা সম্পূর্ণভাবে দলের সদস্যদের ওপর নির্ভর করে— তারা কাকে তাদের নেতা হিসেবে বেছে নেবেন," যোগ করেন জয়।
বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনা নানান অভিযোগের মুখোমুখি হতে পারেন কি–না, এমন প্রশ্নের জবাবে জয় বলেন, তার ভয় পাওয়ার কিছু নেই।
"সর্বশেষ সামরিক শাসনামলেও মাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং তিনি সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন। আমার মা এসবে ভয় পান না। তারা আবারও সেই খেলা খেলতে চাইলে আমরা প্রস্তুত আছি।"
"তারা কি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে? তারা খুঁজে দেখতে পারেন। আমার মা বেআইনি কিছু করেননি। তিনি কোনো ভুল করেননি। আমাদের সরকারে যদি এমন কিছু লোককে পাওয়া যায় যারা আইন পরিপন্থী কিছু করেছেন, তবে তাদের বিচার হওয়া উচিত। আপনি আমার মাকে দোষ দিতে পারেন না," বলেন সজীব ওয়াজেদ জয়।