দুই বছর পর ফ্লোর প্রাইস মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো শেয়ার
দুই বছর পর ফ্লোর প্রাইস থেকে মুক্ত হতে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি চিঠি অর্ডার ইস্যু করে।
বিএসইসি'র অর্ডারে বলা হয়, বেক্সিমকো লিমিটেডের শেয়ারে ফ্লোর প্রাইস রবিবারে উঠে যাবে। আর ইসলামী ব্যাংকের শেয়ার থেকে উঠবে আগামী বুধবার।
বর্তমানে ছয়টি কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস রয়েছে। এর মধ্যে রবিবারে বেক্সিমকো ছাড়াও ফ্লোর প্রাইস মুক্ত হবে খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার। আর বুধবার ইসলামী ব্যাংকের পাশাপাশি বিএসআরএম লিমিটডে এবং মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার থেকে ফ্লোর প্রাইস উঠে যাবে।
বিএসইসির নির্বাহী পরিচালক এবং মূখপাত্র রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আর এ সময় অফিস বন্ধ থাকায় বিএিইসি ওয়েবসাইটে অর্ডারটি প্রকাশ করা যায়নি।
শেয়ারবাজারে ধারাবাহিক পতন থেকে বিনিয়োগকারীদের রক্ষার জন্য ২০২২ সালে ২৮ জুলাই বিএসইসি ফ্লোর প্রাইস আরোপ করে। এতে শেয়ারবাজারে দরপতন থামানো গেলেও একটি নির্দিষ্ট দরে এসে সব শেয়ারের প্রাইস আটকে যায়। যার কারণে বাজারে লেনদেন কমে যায়।
চলতি বছরের জানুয়ারি থেকে বিএসইসি ধাপে ধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে।