সরিয়ে দেওয়া হলো এনবিআর’র চেয়ারম্যানকে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ বাতিল করা হয়।
চলতি বছরের শুরুতে তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এনবিআরের অভ্যন্তরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা তার পদত্যাগ কিংবা অপসানের দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিলো।
সর্বশেষ গত সোমবার তার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়, অন্যথায় কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়।
এছাড়া ব্যবসায়ীদের একটি অংশও এনবিআরের বিভিন্ন অফিসে ব্যবসায়ীদের হয়রানি, ঘুষ, দুর্নীতির অভিযোগে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, "এনবিআর চেয়ারম্যান পদে আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।"