অর্থ পাচার প্রতিরোধে নির্ভয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ অর্থ উপদেষ্টার
কালো টাকা তৈরি বন্ধ করা ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ কাজে তাদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আইন ও বিধিমালা মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করলে ভয়ের কিছু নেই।
'আপনাদের ভয়ের কিছু নেই। আইন-বিধিমালা মেনে যদি দেশের স্বার্থে ও দেশের মানুষের স্বার্থে কাজ করেন, তাহলে ভয়ের কিছু নেই,' বলেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ড. সালেহউদ্দিন। অর্থমন্ত্রী এ কমিটির প্রধান। প্রায় দুই বছর পর কমিটির সভা অনুষ্ঠিত হলো।
অর্থ উপদেষ্টা বলেন, 'মানি লন্ডারিং বিষয়ে অনেক স্পর্শকাতর বিষয় আছে। আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো নিয়ে কাজ করব। যারা অর্থ পাচার করেছে, তাদের কিছু নাম আমাদের কাছে আছে। আমরা এখনই তাদের ব্যাপারে কার্যক্রম শুরু করব। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।'
তিনি বলেন, অর্থ পাচার প্রতিরোধে আমরা কী করলাম এবং সামনে আরও কী করতে হবে, তা পর্যালোচনা করতে আমরা আবার কিছুদিন পরে বসব।
কালো টাকা যেন তৈরি হতে না পারে, সে ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কালো টাকা যেন জেনারেট না হয়। কালো টাকা জেনারেট হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না। এটা হলে সৎ ব্যবসায়ীরা উদ্যোগী হবেন না। তারা ব্যবসা করতে পারবে না।'
যেসব অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, সেগুলো ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন বলেন, 'সেটা অবশ্যই হয়েছে। টাকা কোথায় পাচার হয়েছে, কীভাবে আছে সেটার খোঁজ নেব আমরা।'
'বিদেশে পাচার হয়ে থাকলে আমরা নিশ্চয়ই তা ফেরত আনতে কাজ করব। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে, আইন আছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে,' বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, 'দেশের সার্বিক স্বার্থের জন্য অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন খুবই স্পর্শকাতর। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে বলেছি, মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম যদি একটু ধীর হয়ে থাকে, সেটাকে সক্রিয় করুন। দ্রুত অ্যাকশন শুরু করুন।'
'অনেক দিন বসে থাকবেন, তারপর আবার সভা করবেন — সেটা হবে না,' বলেন তিনি।
অর্থ পাচার প্রতিরোধে কোনো আইন সংশোধন করতে হলে তা অন্তর্বর্তীকালীন সরকার করবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'কিন্তু এখন যে বিদ্যমান আইন আছে, সেটা দিয়েই যথেষ্ঠ কিছু করার সুযোগ আছে।'
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।