২৮ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
আজ (বৃহস্পতিবার) থেকে পুনরায় চলাচল শুরু করল রেলের আন্তঃনগর ট্রেন সার্ভিস। ছাত্র আন্দোলন ও কারফিউসহ নানা কারণে দীর্ঘ ২৮ দিন বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই কয়েকটি রেলে ভংচুর করা হলে দেশব্যাপী বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। এরপর যদিও স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু ৪ আগস্ট আন্দোলনকারীরা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলে আবারও অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপর ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন চলাচল মধ্য দিয়ে পুনরায় রেল চলাচল শুরু হয়। পরেরদিন ১৩ আগস্ট থেকে শুরু হয় মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। আর আজ চালু হল দুরপাল্লার আন্তঃনগর ট্রেন চলাচল।
একবারে সব ধরনের ট্রেন চালু না করে পর্যায়ক্রমে একেকটি সার্ভিস চালু করা হয়েছে। যেখানে সবশেষে চালু হল দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন।
এর কারণ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের ডিজি সরদার শাহাদাত আলি মঙ্গলবার জানিয়েছিলেন, আন্তনগর ট্রেন দূরের পথে চলাচল করে। এসব ট্রেন গভীর রাতেও চলাচল করতে হয়। ফলে এই ট্রেনগুলোর নিরাপত্তার প্রয়োজন হয়। আর এই নিরাপত্তা দিতে রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরঅ্যান্ডবি) দরকার। এইসব কারণে আন্তনগর ট্রেন চালু করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।
এছাড়া রেলওয়ে কর্মকর্তারা জানান, নিরাপত্তা ছাড়াও আরো কারণ আছে। আন্তঃনগর ট্রেনগুলো টিকেট বেশিরভাগ অগ্রিম দেওয়া হয়। তাই আগে ট্রেন চালুর ঘোষণা দিয়ে যাত্রীদের টিকিট কাটার জন্য কয়েকদিন সময় দিতে হয়। এছাড়া অনেকদিন বন্ধ থাকলে নতুন করে ট্রেনগুলো চলাচল করানোর জন্য জনবলকেও প্রস্তুতি নিতে হয়। যাতে যাত্রীদের কোনোরকম সমস্যায় পড়তে না হয়।