এক মাস পর পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল আজ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পরে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ পুরোদমে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
আজ রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে খুলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা চালালে গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর ৭ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও স্কুলগুলোতে উপস্থিতি ছিল কম।
এরপর রোববার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে গত বৃহস্পতিবার নতুন করে নির্দেশ দেয় মন্ত্রণালয়। এর আগে বুধবার এক আদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো পুরোদমে শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।