জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ
দুদিন আগে হত্যা মামলায় নাম আসে সাকিব আল হাসানের। এবার তারকা এই ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলায় নাম আসায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বলা হয়েছে আইনি নোটিশে।
আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে বিসিবিতে আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এ ব্যাপারে জানতে বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। বিসিবি ফারুক আহমেদসহ কয়েকজন পরিচালক আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে সাকিবের ব্যাপারে আলোচনা হলেও কেউ এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেননি।
নোটিশ পাঠানো আইনজীবী সাংবাদিকদের জানান, সাকিবের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা দায়ের হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা এবং তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় দায়ের হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাকিবকে ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
রুবেল হত্যা মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আছেন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।