মেট্রোরেল চালুর পরেও রাজধানীজুড়ে তীব্র যানজট
দীর্ঘ ৩৭ দিন পর আজ (২৫ আগস্ট) সকাল থেকে মেট্রোরেল পরিষেবা পুনরায় চালু হলেও রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা গেছে। বিভিন্ন দাবি আদায়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়।
মহাখালী এলাকার সহকারী কমিশনার (ট্রাফিক) আরিফুল ইসলাম রনি বলেন, "কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে কিছু মানুষ রমনা সড়ক অবরোধ করে। এর ফলে মহাখালী থেকে মগবাজার, কাকরাইল হয়ে রমনা পর্যন্ত যান চলাচল এক ঘণ্টা ব্যাহত হয়, এতে ওইসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।"
এর আগে, এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মেট্রোরেল আজ (১৫ আগস্ট) সকালে পুনরায় চালু হয়।
প্রথম ট্রেনটি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
মেট্রোরেলের উভয় প্রান্ত থেকেই এখন প্রতি ৮-১০ মিনিটে নিয়মিত ট্রেন চলাচল করছে।