স্মরণীয় জয় থেকে ৩০ রান দূরে বাংলাদেশ
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের রান বন্যার উইকেট যেন মুহূর্তেই পাল্টে গেল। ২২ গজের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বাংলাদেশের বোলাররা একটু পরপরই করে গেলেন উইকেট-উৎসব। দুর্বার হয়ে ওঠা সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাংলাদেশের তিন পেসারও পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন।
কোণঠাসা হয়ে পড়া দলকে বেশি পথ এগিয়ে নিতে পারলেন না একা লড়ে যাওয়া মোহাম্মদ রিজওয়ান। ঘরের মাঠেও প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়া হলো না পাকিস্তানের। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৫.৫ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩০ রান।
পঞ্চম দিনের খেলা বাকি এখনও ৫২.১ ওভারের, ১০ উইকেট নিয়ে মামুলি এই লক্ষ্য পাড়ি দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। এই রান টপকালেই মিলে যাবে ঐতিহাসিক এক জয়, পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদও। আগের ১৩ টেস্টের ১২টিতেই বাংলাদেশের হার, একটি ম্যাচ ড্র হয়।
পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বেশি তোপ দেগেছেন বাংলাদেশের দুই স্পিনার সাকিব ও মিরাজ। দীর্ঘদিন পর চেনা চেহারায় ফেরা সাকিব ১৭ ওভারে ৪৪ রানে ৩টি উইকেট নেন। এই ৩ উইকেটে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
১১.৫ ওভারে ২১ রানে ৪টি উইকেট নেন ডানহাতি অফ স্পিনার মিরাজ। তিন পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা একটি করে উইকেট পান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন রিজওয়ান ৫১ রান করেন। এ ছাড়া আবদুল্লাহ শফিক ৩৭, শান মাসুদ ১৪ ও বাবর আজম ২২ রান করেন। তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।