সাকিবের আচরণ পিসিবির চোখে ‘অস্বাভাবিক ঘটনা’
টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ১০ উইকেটের ইতিহাসগড়া জয়ের পর বাংলাদেশের ক্রীকেটাঙ্গনে উচ্ছ্বাসের জোয়ার। বাংলাদেশ দলকে প্রশংসা ভাসাচ্ছেন অনেকে, জানাচ্ছেন অভিনন্দন। এর মাঝে সাকিব আল হাসানের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের একটি আচরণকে অস্বাভাবিক ঘটনা বলেছে পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
কেবল অস্বাভাবিক ঘটনা বলাই নয়, সাকিব সংশ্লিষ্ট সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পিসিবি। নিজেদের ফেরিভায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া সেই ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'অস্বাভাবিক ঘটনা (আনইউজুয়াল অকারেন্স।'
ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের। ১০৩ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তখন চাপে। ৩৩তম ওভারের খেলা চলছিল, পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করা মোহাম্মদ রিজওয়ানকে বোলিং করছিলেন সাকিব। ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ছোড়ার শেষ মুহূর্তে তিনি বুঝতে পারেন রিজওয়ান প্রস্তুত নন।
পাকিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান পেছনে তাকিয়ে কাউকে কিছু একটা বলছিলেন। এর মাঝেই সাকিব বল করতে যান। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে প্রস্তুত না পেয়েই কিনা মেজাজ হারান সাকিব। ডেলিভারিটি না করলেও দুই কদম এগিয়ে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন তিনি, সেই বল কুড়ান বাংলাদেশের উইকেটরক্ষক লিটন কুমার দাস। শর্ট লেগে দাঁড়ানো জাকির হাসান সঙ্গে সঙ্গে হাত তুলে রিজওয়ানের প্রতি দুঃখ প্রকাশ করেন।
সাকিবের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে তার দিকে এগিয়ে যান আম্পায়ার রিচার্ড কেটেলবরো, জানার চেষ্টা করেন এটা কী করলেন তিনি। সাকিব তখন অঙ্গভঙ্গিতে হতাশা প্রকাশ করে নিজের বোলিং মার্কে ফিরে যান। তখনও হাত উঁচিয়ে বিস্ময় প্রকাশ করে যান আম্পায়ার, সাকিবের সঙ্গে কথা বলেন তিনি। এরপর হাত তুলে সাকিব 'স্যরি' বলেন আম্পায়ারকে।
এ সময় একজন ধারাভাষ্যকার দুইবার করে বলে ওঠেন, 'কী ছিল এটা।' আরেকজন বলতে থাকেন, 'সাকিব খুশি নন এবং হতাশ। রিজওয়ান প্রস্তুত ছিল না।' এই ঘটনার ভিডিও পোস্ট করে সাকিবকে একপ্রকার নিন্দাই জানিয়েছে পিসিবি।