তিন মাস পর সুন্দরবনে ছুটছেন জেলেরা
জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস প্রজনন মৌসুম শেষে আজ উন্মুক্ত হয়েছে সুন্দরবন। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে ছুটছেন সাতক্ষীরা উপকূলের জেলেরা। ধরবেন মাছ ও কাঁকড়া। এখন সুন্দরবন ভ্রমণ করতে পারবেন পর্যটকরাও।
বনজীবীদের অভিযোগ, তিন মাস সুন্দরবন প্রবেশ বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ থাকে সবার। আগামীতে বন্ধ করা যাবে না সুন্দরবন। এছাড়া অভয়ারণ্য এলাকা খুলে দেওয়ার দাবিও করছেন তারা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী বলেন, অনুমতিপত্র দেওয়া হচ্ছে। বনজীবীরা অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ শুরু করেছেন। এছাড়া পর্যটকরাও এখন থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বনের ভিতর যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে টহল থাকবে।
৩১ মে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হুসাইন চৌধুরী জানিয়েছিলেন, "বনের জীববৈচিত্র রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময়ে কোনো পর্যটক বা বনজীবী প্রবেশ করতে পারবেন না। কেউ অনুপ্রবেশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
২০১৯ সাল থেকে প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবন প্রবেশ বন্ধ রাখা হয়। পরে ২০২২ সালে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে মোট তিন মাস বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়।