বিপর্যয় পাড়ি দিয়ে লিটনের মহামূল্যবান সেঞ্চুরি
লিটন কুমার দাস যখন উইকেটের গেলেন, তখন ২৬ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে যাওয়ার পরই দেখলেন সাকিব আল হাসানের ফিরে যাওয়া। ২৬/৬, টেস্টের ইনিংসে এরচেয়ে বড় বিপর্যয় আর কী হতে পারে! মাঝ দরিয়ায় পড়ে যাওয়া দলের হাল ধরলেন লিটন, সঙ্গে পেলেন মেহেদী হাসান মিরাজকে। চরম বিপর্যয় কাটিয়ে এ দুজন বড় জুটি গড়লেন, মিরাজ না পারলেও দলের চরম দুঃসময়ে মহামূল্যবান সেঞ্চুরি তুলে নিলেন লিটন।
মিরাজ হাফ সেঞ্চুরি করে বিদায় নেওয়ার পর লিটনকে মূলত একাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। মিরাজের এক ওভার পর তাসকিন আহমেদও সাজঘরে ফেরেন, লিটনের রান তখন ৮৩। পেসার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ১৭ রান করে তিন অঙ্কে পৌঁছাতে হয় ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
টেস্টে এটা লিটনের চতুর্থ সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেছেন তিনি। এ দুজন তিনটি করে টেস্ট সেঞ্চুরির মালিক। দীর্ঘদিনের অপেক্ষাও শেষ হলো লিটনের। ২ বছর দুই মাসেরও বেশি সময় ও ১৮ ইনিংস পর টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন তিনি।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করে দারুণ একটি রেকর্ডও গড়েছেন লিটন, যা টেস্টের দীর্ঘ ইতিহাসে প্রথম। দলের রান ৫০ এর নিচে থাকা অবস্থায় ছয়-সাতে নেমে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। বাকি দুই ফরম্যাটে ইনিংস উদ্বোধন করলেও টেস্টে ছয়-সাত নম্বরে ব্যাটিং করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তার আগের তিন সেঞ্চুরির একটি পাঁচ নম্বরে ব্যাটিং করে। বাকি দুটির একটি ছয় ও আরেকটি সাতে ব্যাটিং করে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ যে এখনও ব্যাট হাতে লড়াইয়ে, সেটা লিটনের কল্যাণে। শুরুতে মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়েছেন, এরপর সেঞ্চুরি পূর্ণ করে ব্যবধান কমিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের ইনিংসের সঙ্গে।
পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট করা বাংলাদেশ ৬৮ ওভার শেষে ৮ উইকেটে ২২৪ রান তুলেছে। লিটন ১১৪ ও হাসান ৪ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ৫০ রানে পিছিয়ে বাংলাদেশ।
অনেকদিন ধরেই লিটনের ব্যাটে ছন্দ নেই, মাঝে দল থেকেও বাদ পড়তে হয়। তার ব্যাট এমন সময়ে হেসে উঠলো, যখন দল মহা বিপাকে। যেকোনো ফরম্যাট মিলিয়ে দুই বছর দুই মাস পরে সেঞ্চুরি করলেন লিটন। টেস্টে তিনি সর্বশেষ সেঞ্চুরির দেখা পান ২০২২ সালের মে মাসে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর থেকে ১৮ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ টেস্টের ৭৪ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরিসহ ২ হাজার ৬৩২ রানের মালিক লিটন।