র্যাঙ্কিংয়ে বড় লাফে বাংলাদেশের মধ্যে শীর্ষে লিটন
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধ্বংস্তূপে দাঁড়িয়ে দুর্বার এক জুটি গড়েন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ হাফ সেঞ্চুরি করে ফিরলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। দারুণ এই ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তারা। বড় লাফে বাংলাদেশের মধ্যে ষীর্থ অবস্থানে উঠে এসেছেন লিটন, এগিয়েছেন মিরাজও। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাহিদ রানা, তাসকিদের।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠেছেন লিটন, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবে লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান ১২ নম্বর। ব্যাটসম্যানদের মধ্যে তার পরই আছেন মুশফিকুর রহিম। ১৭ নম্বরে থাকা এই ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে হাল ধরে ১৬৫ রানের রেকর্ড জুটি গড়েন লিটন ও মিরাজ। ২২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেওয়া লিটন খেলেন ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস। এই পারফরম্যান্সে ১২ ধাপ উন্নতি হয়েছে ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের।
লিটনের সঙ্গে জুটি গড়া মিরাজ খেলেন ১২৪ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৭৮ রানের ইনিংস। এই সুবাদে র্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে তার, ৭৫ নম্বরে আছেন তিনি। বল হাতেও দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। দুই ম্যাচে তার শিকার ১০ উইকেট, যা সিরিজের সর্বোচ্চ। ব্যাটে-বলে আলো ছড়িয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন মিরাজ। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে তিন ধাপ করে পিছিয়ে মুমিনুল হক ৪৯ ও নাজমুল হোসেন শান্ত ৬৬ নম্বরে আছেন।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধস নামান বাংলাদেশের পেসাররা। তিনজন মিলে শিকার করেন ১০ উইকেট, যা টেস্টে বাংলাদেশের জন্য প্রথম। এ পথে হাসান টেস্টে প্রথমবারের মতো শিকার করেন ৫ উইকেট। ডানহাতি এই পেসার বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন। গতির ঝড় তুলে ৪ উইকেট নেওয়া তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো ১০০'র মধ্যে ঢুকেছেন। ২৩ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে আছেন তিনি। ১১ ধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন ৮৫ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে জোড়া সেঞ্চুরি করা জো রুট। এরপর যথাক্রমে দুই ও তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ভারতের রবীচন্দ্রন অশ্বিনের দখলে। যৌথভাবে দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।