রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান কেইন
বয়স চলছে ৩৯, কিন্তু এখনও ফুটবল মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল-নাসেরের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত পর্তুগিজ এই কিংবদন্তি। একদিন আগেই নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জালে বল পাঠিয়ে ৯০০তম গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। এই বয়সেও তাকে এভাবে দেখে অনুপ্রাণিত হ্যারি কেইন। রোনালদোকে অনুসরণ করে ক্যারিয়ার দীর্ঘ করতে চান ইংল্যান্ডের অধিনায়ক।
রোনালদোর ৯০০ গোলের রেকর্ডটি যেন ক্ষুধা বাড়িয়ে দিয়েছে কেইনের। ক্যারিয়ারের শেষ বেলায় দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ এই ফরোয়ার্ডের উপলব্ধি, শরীর যতোদিন চাইবে খেলা চালিয়ে যাবেন তিনি। এ পথে রোনালদোই তার কাছে একমাত্র উদাহরণ। তার পথ অনুসরণ করেই সামনে পা ফেলতে চান ৩১ বছর বয়সী কেইন।
রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে কেইন বলেন, 'ক্রিশ্চিয়ানো আমাদের জন্য বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই নয়, একইসঙ্গে সর্বোচ্চ পর্যায়ে কীভাবে নিজের ক্যারিয়ারকে দীর্ঘ করা যায় সেই, সেই দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি।'
'সার্বিকভাবে আমি আগেও মনে করেছি, ৩০ বছর বয়স হলেই সাধারণত একজন খেলোয়াড় অনেকটাই মন্থর হয়ে যায়। ম্যাচ কম খেলে, এমনকি সর্বোচ্চ পর্যায়ের কোনো ম্যাচ খেলার যোগ্যতা সে হারিয়ে ফেলে। কিন্তু ক্রিশ্চিয়ানো প্রতি সপ্তাহে, প্রতি ম্যাচে যা দেখাচ্ছে, তা অভাবনীয়। প্রতি ম্যাচে এখনও সে গোল পাচ্ছে। এ কারণেই আমি বলতে চাই, সে-ই আমার লক্ষ্য।' যোগ করেন তিনি।
ফিটনেস বিবেচনায় যতোদিন খেলা সম্ভব, খেলে যেতে চান কেইন। তার ভাষায়, 'যতোদিন সম্ভব আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। চোখের সামনে অন্যরা যখন সেটা করে দেখায়, তখন অনুপ্রেরণা পাওয়া যায়। তখন মনে হয় সবকিছুই সম্ভব। শুধু ফিটনেস ধরে রাখাই মূল দায়িত্ব। চারদিকে যে ধরনের আলোচনাই হোক না কেন, এখনও আমি শারিরীক ও মানসিকভাবে নিজেকে ফিট মনে করি। পারফর্ম করতে পারলে সব কিছুরই সমাধান সম্ভব।'
সর্বশেষ ইউরোতে ভালো সময় যায়নি কেইনের। ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা খোয়ায় তারা। ইউরোতে কেইনের ফিটনেস নিয়ে আলোচনা ছিল। এ নিয়ে তিনি বলেন, 'ইউরোর সময় আমার অবস্থা নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু তখন তাদেরকে বলতে ইচ্ছা হয়েছে, আমি ভালো অনুভব করছি। যদিও সব সময় নিজের মনের মতো করে সব ম্যাচে পারফর্ম করতে পারিনি। কিন্তু আমার মতো অনেকেই ইউরোতে ভালো করতে পারেনি। তারপরও সকলের চেষ্টায় আমরা ফাইনালে খেলেছি। দলের স্পিরিট দারুণ ছিল।'