কাল থেকে আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র
ঢাকার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আজ শনিবার এক কারখানা মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার পর এ কথা জানান সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, 'উদ্ভূত পরিস্থিতিতে আজ আশুলিয়ার হামীম গ্রুপের একটি কারখানায় সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা ও কারখানার মালিকদের সমন্বয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে আশুলিয়ার সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
যেসব কারখানা আজ বন্ধ ছিল কিংবা যেসব কারখানা আজ খুলে দেওয়ার পরও মালিকপক্ষ আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়, বৈঠকে সেসব কারখানার মালিকপক্ষ ছিলেন বলেও জানান তিনি।
আব্দুল্লাহ হিল রাকিব জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে, যেসব কারখানা আজ খুলতে পারেনি বা খুললেও পরবর্তী সময়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এসব কারখানায় আগামীকাল থেকে ২০-২৫ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিএমইয়ের একজন পরিচালক মহিউদ্দিন রুবেল টিবিএসকে বলেন, নতুন করে নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে অর্ধেক বা ৫০০ জনই আশুলিয়ার জন্য।
শিল্প মালিকদের নো ওয়ার্ক নো পে'র দাবি প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক দিক থেকে শ্রমিকদের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
এর আগে আশুলিয়ায় টানা দশম দিনেও (আজ শনিবার) শ্রমিক অস্থিরতার কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় অন্তত ৫০টি কারখানা। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে 'নো ওয়ার্ক নো পে'র ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছিল শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র।